Indian cinema সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

An article on Shyam Benegal’s first film ‘Ankur’
চন্দ্রিল ভট্টাচার্য

প্রথম ছবি ‘অঙ্কুর’

‘আর্টফিল্মেরও যে ছক রয়েছে, যুগ-সই হওয়ার চলিত নকশা, তা থেকে তিনি সরে আসেন। অগ্রাধিকার দেন শিল্পটার গভীরতা এবং পরিণতমনস্কতাকে, পর্দায় রক্তমাংসের মানুষ-দেখানোকে। দেগে দেওয়াকে নয়, ঘৃণায় ক্যাটক্যাটে শান-দেওয়াকে নয়।’