
একটা গল্প একটা গান ১৬
গানে বলা হল, জীবনে কী পাব না তা নিয়ে অত না ভেবে, একঝুড়ি সুড়সুড়ি বা একপাক নাকডাক নিয়ে রিল্যাক্স করাই ভাল। প্রেমের টাট্টুও বিয়ের ড্রেসিং টেবিলে হোঁচট খায়, বিদ্যের হস্তীও রসের পশলায় স্লিপ খায়। তার চেয়ে ছাদে বসে হজমি খা ভাই। আর গল্পে দেখা গেল এক বেড়ালকে, যে লন্ডনে রানির দিকে তাকিয়ে থেকেছিল আর সিংহাসনের তলায় ইঁদুরকে ভয় পাইয়েছিল বলে, অজস্র ট্রোলের শিকার হয়। শেষে অবশ্য তার জন্য একটা সারপ্রাইজ প্রাইজ অপেক্ষা করে থাকে।











