তন্ময় সিংহ মহাপাত্র বিশ্বভারতী-র বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন গবেষক। গবেষণার ক্ষেত্র রবীন্দ্রসাহিত্য। বর্তমানে ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যাপক। রবীন্দ্রসাহিত্য, উনিশ শতকের বাংলা সাহিত্য ও সংস্কৃতি, সাহিত্যতত্ত্ব প্রভৃতি বিষয়ে আগ্রহ রয়েছে।