শুভম চক্রবর্তীর জন্ম ও বেড়ে ওঠা পুরুলিয়ার পছন্দপুরে, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক। মূলত কবি হলেও অনুসৃজন করেছেন শ্রীচৈতন্য ও শঙ্করাচার্যের শ্লোক, লিখেছেন ছড়া ও প্রবন্ধ, সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ-যাবৎ কবিতার বই পাঁচটি— অনুবাদগ্রন্থ : ‘শ্রীচৈতন্যের শিক্ষাষ্টক ও অন্যান্য কবিতা’, ছড়ার বই : ‘ছড়াতুতো’। ভালোবাসেন গান, অধ্যাত্মচর্চা আর এলোমেলো ঘুরে বেড়াতে সমুদ্রে, পাহাড়ে।