শ্রীদর্শিনী চক্রবর্তী কবি, সংগীতশিল্পী। সাংগীতিক এবং সংস্কৃতিমনষ্ক পরিবারে বড় হয়ে ওঠা শ্রীদর্শিনীর স্নাতকোত্তর পড়াশোনা অর্থনীতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মুম্বইয়ের ইন্ডিয়ান আইডল একাডেমির মেন্টর হিসেবে কাজ করেছেন, কাজ করছেন ইন্ডিয়ান আইডল-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে বর্তমানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত এবং তার ব্যবহারিক দিক নিয়ে। প্রকাশিত কবিতার বই : ‘শীতের অব্যর্থ ডুয়ার্স’, ‘এসো বৃষ্টি এসো নুন’, ‘রাজা সাজা হল না যাদের’ প্রভৃতি।