এই সময়ের একজন নিষ্ঠাবান ক্ষেত্র-সমীক্ষক। ক্ষেত্র-সমীক্ষার মাধ্যমেই বুঝতে চেষ্টা করেন স্থান-কাল-পাত্রের সমাজ-বিবর্তন। সম্প্রতি বাংলার মিষ্টান্ন চর্চা নিয়ে ‘রসবঙ্গ’ শীর্ষক একটি বই লিখেছেন। বর্তমানে উত্তরবঙ্গের শিল্প ও সংস্কৃতির নানা দিক নিয়ে ক্ষেত্র-সমীক্ষায় ব্যস্ত।