রাণা রায়চৌধুরী কবি, গদ্যকার। পাশাপাশি লিখেছেন ছোটগল্প এবং উপন্যাসও। এ যাবৎ তাঁর প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা নয়। গদ্য-বইয়ের সংখ্যা তিন। উপন্যাস একটি। ভালবাসেন বেড়াতে যেতে আর স্বপ্ন বুনতে। তাছাড়া নিজস্ব জীবনযাপনে, মনে মনে পাগলামির চূড়ান্তে পৌঁছানোই তাঁর লক্ষ্য।