রামানন্দ বন্দ্যোপাধ্যায় চিত্রকর, শিল্পশিক্ষক, শিল্পচিন্তক। কলাভবনে প্রবাদপ্রতীম নন্দলাল বসুর ছাত্র, ‘বেঙ্গল স্কুল’-এর অন্যতম শিল্পী। পুরুলিয়া এবং কলকাতার রামকৃষ্ণ মিশনে দীর্ঘ শিক্ষকজীবন কাটিয়েছেন, ২০০০ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে অবনীন্দ্রনাথ পুরস্কার। পুরাণ এবং সাহিত্যের সম্ভারে ওঁর শিল্পে ভারতীয় ঐতিহ্যের প্রভাব সুস্পষ্ট।