পূর্বায়ন চ্যাটার্জী সেতারবাদক; বাবা আলাউদ্দিন খাঁ দ্বারা প্রতিষ্ঠিত মাইহার ঘরানার অন্যতম উত্তরাধিকারী, বর্তমান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে উজ্জ্বল তারকা। তাঁর শিল্পে পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়-এর প্রভাব সুস্পষ্ট। সম্মানিত হয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার এবং রোটারি আন্তর্জাতিক পুরস্কারে। পাশ্চাত্য ও ভারতীয় মার্গ সঙ্গীতের মিলনক্ষেত্রে পূর্বায়নের অনন্য উদ্যম লক্ষণীয়।