মুহম্মদ জাফর ইকবাল লেখক, পদার্থবিজ্ঞানী, অধ্যাপক। একাধিক পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। মূলত কল্পবিজ্ঞান কাহিনি-লেখক হিসেবে জনপ্রিয় হলেও পাশাপাশি লিখেছেন উপন্যাস, ছোটগল্প, নাটক। তাঁর অনেক উপন্যাস নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (২০০৪), ইউরো শিশুসাহিত্য পদক (২০০৪), শেলটেক সাহিত্য পদক (২০০৩) সহ আরও একাধিক পুরস্কার।