প্রতিষ্ঠিত বিজ্ঞাপন সংস্থায় বেশ কিছুকাল চাকরির পর মৌ মুখার্জি বর্তমানে দিল্লিনিবাসী। শুরুর কিছুদিন বাঙ্গালিসুলভ হা-হুতাশ করার পর এখন প্রবাস তাঁর একরকম অভ্যেসে পরিণত হয়েছে। পরম আত্মীয় কলকাতা। রান্নাবান্না, গান, লেখালেখি আর অতিভাবনা— তাঁর সময় কাটানোর চার বন্ধু।