মোহন আগাশে পেশায় একজন মনচিকিৎসক এবং নেশায় অভিনেতা। তিনি হিন্দি, মারাঠি, ইংরেজি এবং বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। নাটক নিয়ে তিনি সবচেয়ে বেশি আগ্রহী। ১৯৯৬ সালে তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। ১৯৯৭ থেকে ২০০২ সাল অবধি তিনি পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউ অফ ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন। মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তিনি এক জন অগ্রণী কর্মী, তাঁরই প্রচেষ্টায় ১৯৯১ সালে পুণেতে মানসিক স্বাস্থ্য বিষয়ে রাজ্যস্তরে একটি ট্রেনিং ইন্সস্টিউট তৈরি হয়।