মানবেন্দ্র মুখোপাধ্যায়
বিশ্বভারতী বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। আধুনিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি, মনীষী-চিন্তাজগৎ; এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন সংস্কৃতি তাঁর বিশেষ চর্চার ও আগ্রহের ক্ষেত্র। ‘বাকিরাত্রির ঘুম’ (কাব্যগ্রন্থ), ‘কোথায় আমার শেষ’(উপন্যাস), ‘গোষ্ঠীজীবনের উপন্যাস’(গবেষণাগ্রন্থ), ‘উপন্যাসের যৎকিঞ্চিৎ’(প্রবন্ধগ্রন্থ), ‘রবীন্দ্রনাথ : আশ্রয় ও আশ্রম’(প্রবন্ধগ্রন্থ), ‘বীরেন্দ্রকৃষ্ণ ভোর : আলেখ্য অন্তরে আলেখ্যের অন্দরে’ (সংস্কৃতি-গবেষণামূলক গ্রন্থ), ‘রৌদ্রছায়ার গদ্য’(জার্নাল), ‘বৌদ্ধবিদ্যাচর্চা ও বৌদ্ধমত’ (সাক্ষাৎকারমূলক) ইত্যাদি তাঁর প্রকাশিত বইপত্র। বেশ কয়েকটি বইয়ের সম্পাদনাও করেছেন তিনি। বৌদ্ধ সাংস্কৃতিক সংস্থা ‘অত্তদীপ’ ২০২০ সালে তাঁকে ‘প্রাণের মানুষ’ সম্মানে ভূষিত করেছে।