নাগরিক কবিয়াল। নয়ের দশকে তাঁর হাত ধরেই বাংলা গান নতুন বাঁক নিয়েছিল। সাংবাদিকতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে এসে যখন তৈরি করলেন নাগরিক দল, তারও পরে যখন প্রকাশিত হল তোমাকে চাই অ্যালবাম, বাংলা গানের ইতিহাসে সেদিন থেকে শুরু হয়েছিল নতুন অধ্যায়। বর্তমানে বাংলা খেয়াল নিয়ে নিবিড় চর্যায় নিয়োজিত তিনি।