ইন্দ্রাণী দাশশর্মা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ থেকে এম.এ. পাশ করার পর বাংলা রেকর্ডসঙ্গীতের আদি পর্ব নিয়ে গবেষণায় রত। ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং বার্লিন ফনোগ্রাম আর্কাইভ-এর সহযোগিতায় দুষ্প্রাপ্য রেকর্ড সংগ্রহ, ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং শব্দ পুনরুদ্ধারের কাজে বর্তমানে নিয়োজিত।