প্রায় চার দশকের পেশাগত জীবনের শুরু ও শেষ আনন্দবাজার পত্রিকায়। মাঝে এক দশক বিদেশে কেটেছে জার্মানির কোলনে 'ডয়চে ভেলে' আর ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকায়। অবসর নিলেও লেখালিখিতে এখনও পুরোপুরি সক্রিয়। সম্প্রতি তাঁর প্রকাশিত বই, 'আমার আনন্দ কথা'। ভালবাসেন বই, গান, নাটক, সিনেমা, বেড়ানো আর আড্ডা।