দেবারতি মিত্র কবি, গদ্যকার। প্রথম কবিতার বই, ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’। অন্যান্য বই: ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘খোঁপা ভরে আছে তারার ধুলোয়’ প্রভৃতি। কবিকৃতির জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার (১৯৬৯), আনন্দ পুরস্কার (১৯৯৫) এবং রবীন্দ্র পুরস্কার (২০১৪)। ২০০২ সালে তিনি জাতীয় কবি নির্বাচিত হন।