চিন্ময় গুহ একজন অধ্যাপক, লেখক, বক্তা। ফরাসি ভাষায় তাঁর বৈদগ্ধ্য সুবিদিত। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চপদে থেকেছেন। দেশ-বিদেশের বহু সম্মানিত প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। ফরাসি সরকারের থেকে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। ভারতে পেয়েছেন লীলা রায় পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার। বহু গুরুত্বপূর্ণ বই ফরাসি থেকে বাংলায় অনুবাদ করেছেন (লা রশফুকোর ‘ম্যাক্সিম’, আঁদ্রে জিদ-এর ‘শীর্ণ তোরণ’, ফ্লব্যের-এর ‘আহাম্মকের অভিধান’), ফরাসি কবিতা অনুবাদ করেছেন, ইংরেজি ও বাংলা বাংলা প্রবন্ধের বই লিখেছেন (চিলেকোঠার উন্মাদিনী ও অন্যান্য প্রবন্ধ, গাঢ় শঙ্খের খোঁজে), বহু সাক্ষাৎকার নিয়েছেন, বহু বই সম্পাদনা করেছেন।