অরুণ মুখোপাধ্যায় ‘চেতনা’ নাট্যদলের প্রাণপুরুষ। তাঁর রচিত ও পরিচালিত ‘মারীচ সংবাদ’ নাটকে তিনি মিলিয়ে দেন পৌরাণিক স্বৈরাচার, মার্কিন সাম্রাজ্যবাদ ও বাংলার গ্রামীণ শোষণ। আবার লু স্যুন অনুপ্রাণিত ‘জগন্নাথ’ নাটকে তিনি মঞ্চে আহরণ করেন চলচ্চিত্রভাষা, আর নায়কের চরিত্রে তাঁর অভিনয় ফুটে ওঠে সরসতা ও বিপন্নতার এক আশ্চর্য মিশ্রণ। বহু নাটক লেখা, পরিচালনা, অভিনয়— তিন ক্ষেত্রেই তাঁর উজ্জ্বল স্বাক্ষর বাংলা নাটকে সম্পদ হয়ে আছে।