ওপার বাংলার জীবন এবং সংস্কৃতির প্রতি এপার বাংলার মানুষের টান স্বাভাবিক; সম্প্রতি সে-পারের কৃতি মানুষদের জীবনের উপর বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবী রুসেলি রহমান চৌধুরী’র সম্পাদনায় প্রকাশিত হতে চলেছে— ‘বরিশালের প্রয়াত গুনীজন’। উল্লিখিত বইটির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ড: সুজিত কুমার বসু, কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড: পবিত্র গুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি, সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত ও স্নেহাশীষ সুর, ড: মিলন সেনগুপ্ত, পরিচালক সুবীর মন্ডল, সাহিত্যিক বিতস্তা ঘোষাল ও আরও অনেকে।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন সুদীপ্ত রায়, এবং সংগীত পরিবেশনে নীপা ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন বিবেক চ্যাটার্জি ও শুভ্রা সেনগুপ্ত।
তারিখ: ২৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪
সময়: বিকেল ৩টে
স্থান: কলকাতা প্রেস ক্লাব
প্রবেশ অবাধ