আধুনিক জীবনে ইন্টারনেটের নানাবিধ আকর্ষণের মধ্যেও পাঠকেরা চোখ রেখেছেন ডাকবাংলা.কম-এর পাতায়। অনলাইনে প্রকাশিত লেখাগুলি পড়েছেন, তাঁদের মূল্যবান মতামত জানিয়েছেন; বছরভর তাঁদের সেই সক্রিয় অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ। পাঠকদের জন্য সুখবর, গত বছরের মতো এবারেও প্রকাশিত হল ডাকবাংলা-র মুদ্রিত দ্বিতীয় সংকলন— বইমেলা সংখ্যা ২০২৪। নির্বাচিত এই সংখ্যায় লিখেছেন চন্দ্রিল ভট্টাচার্য, প্রচেত গুপ্ত, অনুপম রায়, আবুল বাশার, শ্রীজাত, সঞ্চারী মুখোপাধ্যায়, অমিতাভ মালাকার, একরাম আলি ও আরও অনেকে। আশা রাখি ডাকবাংলা-র এই বিশেষ সংখ্যা পাঠকদের দরবারে সাদরে সমাদৃত হবে।
এই উপলক্ষে ডাকবাংলা-র সম্পাদক সঞ্চারী মুখোপাধ্যায় জানালেন ‘ঐতিহ্য ও আধুনিকতা, ধ্রুপদী প্রকরণ আর নিরীক্ষা, গদ্য পদ্যের সঙ্গে বক্তৃতা আলোচনা সাক্ষাৎকার, ভুলে যাওয়া লেখকের কথা মনে করিয়ে দেওয়া থেকে চলতি ঝোঁক-এর নাড়ি বুঝতে চাওয়া— সব কিছু মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে ডাকবাংলা। কোনও পূর্বসংস্কার বা শুচিবায়ু নিয়ে এই পত্রিকা চলে না, কোনও মতের দিকে ঝুঁকেও থাকে না। সারা পৃথিবীতে পাঠকের মনোযোগ কমে আসছে– এ কথাতেও আমরা বিশ্বাস করি না। আমরা অনায়াসে দীর্ঘ লেখা ছাপি, সিরিয়াস বিষয় নিয়েও ছাপি। আবার ছোট লেখা হলেও আপত্তি নেই। অর্থনীতি থেকে গ্রাফিক নভেল, ঐতিহাসিক চরিত্রের প্রণয় থেকে বিজ্ঞানের সাম্প্রতিক ধারণা, সব কিছু নিয়ে গড়ে ওঠে এই কোলাজ, হালের ওয়েব সিরিজ থেকে প্রাচীন কাব্যের অনুবাদ, কিচ্ছু বাদ যায় না। যদি এই সংকলনে আমাদের কৌতূহল আর আনন্দ প্রতিফলিত হয়, আর পাঠক আরও রসদের খোঁজে ডাকবাংলা.কম-এর অঞ্চলে একবার বেড়িয়ে যান, আমাদের ভাল লাগবে। বলা যায় না, কেউ কেউ হয়তো বসত করতে শুরু করলেন!’
ডাকবাংলা বইমেলা সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন শুভময় মিত্র।
আজকাল প্রকাশন-এর থেকে মুদ্রিত ডাকবাংলা বইমেলা সংখ্যা ২০২৪ পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলার ২৩১ নম্বর স্টল-এ। মূল্য মাত্র ৩০০ টাকা।