পরিচালনা — শিলাদিত্য বোরা
অভিনয় — মনু ঋষি চাড্ডা, সুনীতা শ্যামসুন্দর, হিমানী সোনি, শ্লোক ভরদ্বাজ, মহেশ শর্মা, লোকেশ মিত্তল
চিত্রনাট্য — কাশ্যপ কাপুর, রাঘব রাজ কক্কর
দৃশ্যগ্রহণ — স্ট্যানলি মুড্ডা
আবহসঙ্গীত — মধুবন্তী বাগচী
সম্পাদনা — সুরজ গুঞ্জল
একটা গোটা দেশের ছেলে-বুড়ো নির্বিশেষে যখন একটা ছ’-ইঞ্চি স্ক্রিনের নেশায় বুঁদ, বেড়ালের ভাগ্যে শিকে তো তখন ছিঁড়তেই পারে, হোক না সে-বেড়াল ভারতের যে-কোনও কোণের ‘এভরিম্যান’। ‘আপ কে আ যানে সে’-র মুখ্য চরিত্র, ছাপোষা মধ্যবিত্ত নিপাট ভালোমানুষ শাড়ির দোকানের কর্মচারী (এবং মোবাইল দৌরাত্মে বিরক্ত) রাম্মোবাবু হঠাৎ বিয়েবাড়িতে তাঁর নাচের ভিডিওর দৌলতে ভাইরাল হয়ে যান। প্রযুক্তি এক রাতেই তাঁকে ইন্টারনেট সেলিব্রিটি করে তোলে, বেড়ে যায় সাংসারিক আর সামাজিক মান। এই নামডাকের বিনিময়ে টাকা-পয়সা খুব একটা না জুটলেও, রাম্মোবাবুর সবথেকে বড় প্রাপ্তি হয় নিজেকে আরও একবার খুঁজে পাওয়া। এ-ধরনের ছোট্ট, মিষ্টি ছবি যে খুঁজে নেয় তার নিজস্ব দর্শক, সে-বিষয়ে সন্দেহ নেই।