বৃষ্টিস্নাত অগাস্টে কলকাতায় দেখানো হচ্ছে অসামান্য, পরিচিত শৈলীতে কণিষ্ক রাজার শিল্প-সংগ্রহ। একই সঙ্গে, উঠে আসা কিছু শিল্পীদের মধ্যে অন্যতম একদল তরুণ তাঁদের নিজস্ব ভাষায় তুলে ধরছেন এই সময়ের প্রতিফলন, ক্যানভাসে কথা বলছে তাঁদের দৃষ্টিভঙ্গী।
‘দ্য কালার ফেল ফ্রম দ্য স্কাই’, রশ্মি পাল চোত্যুর শিল্পকর্ম
গ্যাঞ্জেস আর্ট গ্যালারি; ২৯ অগাস্ট পর্যন্ত চলবে
বয়নশিল্পের নানা দিক তাঁর নিজের শিল্পদৃষ্টিতে ফুটিয়ে তোলেন রশ্মি পাল চোত্যু; তাঁর দেখানোর ভাষায় অন্তর্নিহিত থাকে এমব্রয়ডারি ও বুননের নিগূঢ়তা, আর পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মতা। তবে শুধুই চাক্ষুষ উপাদান নয়, ভারতীয় জন্মোদ্ভুত শিল্পী রশ্মি, যিনি এখন ফ্রান্সে থেকে কাজ করেন, মেতে থাকেন ফেব্রিকের ঐতিহাসিকতা এবং টেক্সটাইল-সম্বন্ধীয় কাজের বিশাল পরিসরে। তাঁর কাজ দেখে মনে হয়, তিনি যেন ‘রং দিয়ে এমব্রয়ডারি’ করেছেন।
‘গ্রাউন্ড কন্ট্রোল’, কণিষ্ক রাজা
এক্সপেরিমেন্টার, বালিগঞ্জ প্লেস; ১৫ অক্টোবর পর্যন্ত চলবে
এক্সপেরিমেন্টার নিয়ে এসেছে প্রয়াত শিল্পী কণিষ্ক রাজা-র একক শিল্পকর্ম ‘গ্রাউন্ড কন্ট্রোল’। এই প্রদর্শনীতে তাঁর বহুমাত্রিক কাজকর্মের অনুশীলন দেখানো হবে। টেক্সটাইলের ডিজাইন ও বুনোটের কাজে দক্ষ পরিবারে বড়ো হওয়ার ফলে, কণিষ্ক রাজা হ্যান্ডলুম টেক্সটাইল বুননশিল্পে খুবই আগ্রহী ও প্রভাবিতও ছিলেন। গ্রিডের মৌলিক কাঠামোর সঙ্গে তাঁর শিল্পকর্ম জড়িত ছিল; এই ফর্মটি তাঁর কাজে ক্রমাগত প্রেরণা যুগিয়েছে। মাঠে-ময়দানে যেসব খেলায় লাইন আর নিয়ম ধার্য করা থাকে, সেসব খেলায় তাঁর খুবই আগ্রহ ছিল। ‘গ্রাউন্ড কন্ট্রোল’-এ সেসবের প্রভাব দেখতে পাওয়া যাবে। এখানে তাঁর বহু-ফর্মের অনুশীলনের উপরে আলোকপাত করা হয়েছে। তাঁর চিন্তা-ভাবনা, উপকরণ ও পদ্ধতির বহুত্ব, যা তাঁর জীবনযাপনে ও কাজকর্মে বিশাল প্রভাব ফেলেছিল, এই প্রদর্শনীতে তা দেখার সু্যোগ মিলবে।
‘টেলস অফ দিস টাইম’, তুফান প্রামাণিক, পথিক সাহু ও গায়ত্রী হালদার-এর শিল্পকর্ম নিয়ে অনলাইন প্রদর্শনী
ইমামি আর্ট; ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে
তুফান প্রামাণিক, পথিক সাহু ও গায়ত্রী হালদার-এর শিল্পে প্রদর্শনী ‘টেলস অফ দিস টাইম’ দর্শকদের তিনটি ভিন্ন দিকে নিয়ে যাবে। এগুলোর অনুপম শৈল্পিক ভাষা ও পদ্ধতির মধ্যে দিয়ে এই সময়ের অধরা তরঙ্গ ফুটে উঠেছে।
তুফান প্রামাণিক-এর শৈল্পিক অনুশীলনে ব্যক্তিগত বোধের মধ্যে বাস্তব উপস্থাপনের প্রক্রিয়া ধরা পড়ে। পথিক সাহু-র শিল্পে দেখা যায় রুটি-রোজগারের খোঁজে নিজের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ার, পরিযায়ী জীবনের সরাসরি প্রভাব। গায়ত্রী হালদার-এর শিল্পে দেখা যায় মানুষের কাজকর্ম তার নিশ্চুপ সঙ্গীদের প্রতি কী নিয়তি ডেকে আনছে। এই সময়ের পরস্পর-বিরোধিতাগুলো তাঁর ইলাস্ট্রেশন অন্বেষণ করে।