ডাকবাংলা

এক ডাকে গোটা বিশ্ব

 
 
  

"For those who want to rediscover the sweetness of Bengali writing, Daakbangla.com is a homecoming. The range of articles is diverse, spanning European football on the one end and classical music on the other! There is curated content from some of the stalwarts of Bangla literature, but there is also content from other languages as well."

DaakBangla logo designed by Jogen Chowdhury

Website designed by Pinaki De

Icon illustrated by Partha Dasgupta

Footer illustration by Rupak Neogy

Mobile apps: Rebin Infotech

Web development: Pixel Poetics


This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.

© and ® by Daak Bangla, 2020-2024

 
 

ডাকবাংলায় আপনাকে স্বাগত

 
 
  • শুভারম্ভ: পর্ব ১৬


    শুভা মুদ্গল (Shubha Mudgal) (May 27, 2022)
     

      হায় রে কালা!
      

    আমরা কি দেশ-শুদ্ধ সবাই কালা হয়ে যেতে বসেছি? প্রশ্নটা আক্ষরিক অর্থে, এবং রূপক হিসাবে, দু-ক্ষেত্রেই করলাম। বিশেষত আমরা যারা মহানগরবাসী, প্রতিদিন সকাল-বিকেল অহরহ যে শব্দকল্পদ্রুমের ধাক্কায় হিমসিম খাই, তাতে আমাদের বদ্ধ কালা হয়ে যাওয়া, বা নিদেনপক্ষে শ্রবণশক্তি খুইয়ে ফেলার বিপদটা খুবই বাস্তব একটি আশঙ্কা।   

    আজ থেকে প্রায় চার দশক আগে, বায়ু (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৮১—এর আওতায় এ-দেশে শব্দকে দূষণকারী চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞেরা শব্দের সংজ্ঞা নির্ধারণ করেছেন, কোন-কোন ধরনের শব্দকে বিপজ্জনক বলা যেতে পারে, যা থেকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য-সমস্যা হতে পারে, তা-ও ঠিক করে দিয়েছেন। কিন্তু ভারতে আমজনতার কাছে, শব্দের এক্সপোজার থেকে স্বাস্থ্য-সমস্যা তৈরি হওয়া, বা অনেকটা সময় ধরে শব্দদূষণে উন্মুক্ত থাকার বিপদ সম্বন্ধে সচেতনতা এতই কম, এবং উদাসীনতা এতটাই বেশি, যে এই সমস্যা, বা এই ধরনের সমস্যার সমাধান বার করা বা প্রতিরোধ্মূলক ব্যবস্থা তৈরি করা প্রায় অসম্ভব, কিছুটা নিরর্থকও।   

    হাল ছেড়ে দিয়েছি, এমন একটা সুরেই নিজের শব্দ-সংক্রান্ত বিপজ্জনক অভিজ্ঞতার কথা শুরু করি। দিল্লি আর মুম্বাই, দুই শহরেই আমার বাড়ি, এবং কয়েক দশক ধরে দুটো শহরেই আমার বাস। মধ্য দিল্লির যে ছোট্ট ফ্ল্যাটবাড়িতে আমি থাকি, সেখানে দৈনন্দিন শব্দদূষণের কিছু উদাহরণ: 

    • বাড়ি-রাস্তা ভাঙা-গড়ার শব্দ, নানাবিধ যান্ত্রিক শব্দ, যা সপ্তাহ, মাস, এমনকী বছর-জুড়ে চলতে থাকে। পড়শিদের বাড়িতে অবিরাম এই কাজ চলতে থাকার দরুন দেওয়ালে আর সিলিঙে কালান্তক হাতুড়ি-পেটানির মারাত্মক শব্দে এক লাফে ঘুম থেকে উঠে পড়া আমার কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। অহর্নিশ ড্রিলিং, ঘষা, মাজা, পেটানি—এ-সবই আমার রোজকার শব্দ-সঙ্গী, যা কখনোই থামে না, কোনো ঋতুতে বন্ধ হয়ে যায় না, লকডাউন বা নির্মাণে নিষেধাজ্ঞা, কিছুই মানে না। আমি একে বলি ‘অখণ্ড শব্দ’, যা কখনও বন্ধ হয় না, এবং বন্ধ করা যেতে পারে না।    
    • এই শব্দের সঙ্গে আছে অবশ্যই জুড়ে আছে মন্দির-মসজিদ-গুরদুয়ারা থেকে ধেয়ে আসা, নারকীয় মাত্রায় পরিবর্ধিত প্রার্থনা/ধর্মগান/পাঠ/বক্তৃতা। সব ধর্ম, সব বিশ্বাসের যে-কোনো অ্যামপ্লিফায়ার-খচিত পীঠস্থান থেকে উদ্ভুত হয় তারস্বর শব্দ। প্রতিদিন আমি অন্তত তিনটে ধর্মের অ্যামপ্লিফায়েড প্রার্থনা শুনি, বা শুনতে বাধ্য হই।
      ডান দিক থেকে আসে শিখ ধর্মের কান-ফাটানো প্রার্থনা, যদিও যাঁরা শুনছেন, সেই ভক্তের সংখ্যা কখনোই হাফ-ডজনের বেশি হয় না, এবং তাঁরা অনায়াসেই মাইক-বিহীন প্রার্থনা করতে পারেন। তাতে কিছুই আসে যায় না— এই প্রার্থনার শব্দ স্টেডিয়ামে রক্‌ কনসার্টের লেভেলের মাত্রাতেই শোনানো হয়। গ্রন্থীদের নাতি-নাতনিরা একটা ছোট ঢোল পিটিয়ে যেভাবে একের পর এক গুরুদের নাম চিৎকার করে-করে আওড়াতে থাকে, তাকে স্রেফ পৈশাচিক-আনন্দ ছাড়া আর কী বলা যায়, জানি না। 
    • এই ভয়ানক চিৎকারের সঙ্গে অনয়াসে মিশে যায় কাছের ঈদ্গাহ আর মসজিদের আজান। এত কিছুর মাঝে, হিন্দু মন্দির পিছিয়ে থাকতে পারে কি? তাহলে যে হিন্দুরা বিপদে পড়ে যাবে! তাই প্রতিদিনের কান-ফাটানো কর্কশ কীর্তন তো বটেই, ‘স্পেশাল’ পুজোর দিনগুলোতে শব্দমাত্রাটা আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে চলে ভয়াবহ ধর্ম-উদ্দীপক গান, যেমন ‘হর ঘর ভগবান ছায়েগা’: 
      https://youtu.be/KToZ2ruSSFo
    • শব্দ-উৎপাতের এখানেই শেষ নয়। যে-কোনো ধরনের অনুষ্ঠানে ডেসিবেল মাত্রাটা যেন আরো চড়তেই থাকে। ক্রিকেটে ভারতের জয় উদযাপিত হয় কান-ফাটানো পট্‌কা ফাটিয়ে। বিয়ে, জাগরণ, জন্মদিন, বাগদান-পর্ব, সত্যনারায়ণ পুজো— প্রত্যেকটা অনুষ্ঠানে, বিকট জোরে, প্রায় ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি সমসাময়িক হিট গান চালিয়ে পাড়া-পড়শির কান ঝালাপালা না করে ছাড়লে যেন অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না, যদিও রাত দশটা থেকে সকাল ছটা লাউডস্পিকার চালানো আইনত নিষিদ্ধ। অভিযোগ দায়ের তখনই করা উচিৎ যদি আপনি রীতিমত গালি-গালাজ হজম করেও আপনার সিদ্ধান্তে অটল থাকতে, এমনকী মারপিট করতে প্রস্তুত থাকেন।         

    শব্দদূষণ আমাদের দেশে বিপজ্জনক সমস্যা হিসাবে চিহ্নিত (https://cpcb.nic.in/noise-pollution-rules/), এর সমাধানে আইন পাশ করানো হয়েছে, কিন্তু তবুও এই সব আইনের বাধ্যতামূলক প্রয়োগ প্রায় নেই বললেই চলে, এবং যা হয়ে এসেছে তা একটু এলোমেলো, অযৌক্তিক এবং কোনোমতেই সন্তোষজনক নয়। আমার কাছে এই সব আইনের অপব্যবহারের প্রামাণ্য দলিলপত্র কিছু নেই, কিন্তু কাছাকাছি বাড়ি-ওয়ালা কোনো প্রভাবশালী ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মিউজিক ফেস্টিভ্যাল থেকে রাত ১০টা বাজার বহু আগেই ইচ্ছামত সাউন্ড সরঞ্জাম বাজেয়াপ্ত করার কথা শুনেছি। অন্যদিকে, ধর্মীয় গানের চিল-চিৎকারের বিরুদ্ধে শব্দদূষণের অভিযোগ করে দেখুন তো কোনও সুরাহা হয় কি না!। অভিযোগের উত্তরে আমাকে রাত ২.৩০-এর সময় শুনতে হয়েছিল, ‘ম্যেডামজি, ডিজ্জে হোতা তো বন্ধ্‌ কর দেতে, পর ইয়েহ তো ভাগওয়ান কা নাম লে রে হ্যায়…’

    এই সব অবস্থায় একমাত্র এটাই মেনে নিতে হয় যে যে আইন প্রয়োগ করা যায় না বা একমাত্র প্রতিপত্তিশালী এবং ধনী ব্যক্তিদের অঙ্গুলি-সঞ্চালনেই প্রয়োগ হতে পারে, তা কার্যকরী নয়, তা কোনো কাজের নয়।      

    আমার স্থির ধারণা যে এই ঘটনাগুলো শুধুমাত্র দুর্ভাগ্যজনক ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, সারা দেশ জুড়ে বহু মানুষ এ-ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। জ্বলন্ত কিছু বাস্তব থেকে আমরা মুখ ঘুরিয়ে নিয়েছি, যেমন পরিবেশ দূষণ, এবং শব্দদূষণের ক্ষেত্রেও যে জরুরি নজরদারি অত্যন্ত প্রয়োজনীয়, সেটা আমরা মেনে নিতে চাইব না বলেই আমার মনে হয়। 

    এবং এই কারণেই আমার মনে হয়, আমরা একে অপরের কথা শোনাটাই বন্ধ করে দিয়েছি। মৃত্যুযন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে-করতে গণপিটুনিতে একের পর এক মানুষের প্রাণ দেওয়াকে আমরা মেনে নিয়েছি, মেনে নিয়েছি দেশের অর্থনৈতিক অবক্ষয়। এই ভয়াবহ অবস্থায়, কষ্টের কান্না আমাদের চারপাশের শোরগোলে হয় ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে— বা আমরা সত্যিই সবাই বদ্ধ কালা হয়ে যাচ্ছি। 

    ছবি এঁকেছেন শুভময় মিত্র

    Read in English

     
      পূর্ববর্তী লেখা পরবর্তী লেখা  
     

     

     




 

 

Rate us on Google Rate us on FaceBook