অ্যান্টনির ভাল নাম অনন্ত নন্দী। সে অত্যন্ত সাধারণ এক যুবক। চাকরিও বিরাট কিছু করে না। কোনও সুপার পাওয়ার নেই, উড়তে পারে না। চেহারাও এমন, জোরে হাওয়া দিলেই গলা ব্যথা আর জ্বর এসে যেতে পারে। হালকা অভিমানী। জীবনে যত দুঃখ পেয়েছে, সব তার নোটবুকে লিখে রাখে। এই নোটবুক স্কুলজীবন থেকে চলছে এবং দিন-দিন মোটা হয়ে অভিমানে ফুলে উঠছে।
২০১৫ সালে ছিল তার প্রথম অ্যাডভেঞ্চার। কিন্তু সেখানে পুরোটা তাকে চেনা যায়নি। তারপর তো কত জলই গড়াল! আমাদের জীবন নানান নাগরদোলায় পাক খেতে থাকল। আর অ্যান্টনি? কে জানে এতগুলো বছর কোথায় গা ঢাকা দিয়ে ছিল! কী যে ভাবছিল মনে মনে, তার কিছুই আমরা জানতে পারিনি।
অবশেষে সে সাত বছর পর ফিরছে নতুন একটা অ্যাডভেঞ্চারে। এবারে ওর আগের জীবনের দুঃখের সঙ্গে এই জীবনের দুঃখের তুলনামূলক আলোচনা করে দেখতে হবে, সেটা বাড়ল না কমল!
ছবি: শুভ চক্রবর্তী