আজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে শুরু হচ্ছে টাটা স্টিল কলকাতা লিটারারি মিট। চলবে ২৭ মার্চ পর্যন্ত। যাঁরা বইপ্রেমী, ভালবাসেন সংস্কৃতির নানান দিক, তাঁদের কাছে এই উৎসব এনে দেবে অনাবিল আনন্দ, প্রাণের আরাম আর ভাবনার সমৃদ্ধি। এই উৎসবে ইংরেজি ভাষার পাশাপাশি রয়েছে একাধিক বাংলা অধিবেশন। আর ডাকবাংলা.কম যেহেতু এই সাহিত্য উৎসবের এক আত্মীয়ও বটে, তাই সে এই আত্মীয়তার সূত্রে জড়িয়ে নিতে চায় তার গ্রাহকদের।
এই সাহিত্যপার্বণে সামিল হওয়ার জন্য প্রত্যেক গ্রাহকের কাছে সবিশেষ অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে। যাঁরা দূরত্বের কারণে সশরীরে হাজির থাকতে পারবেন না, তাঁরা প্রতিটা অধিবেশনই দেখতে পাবেন কলকাতা লিটারারি মিট-এর ফেসবুক পেজ-এ। বাংলা অধিবেশনগুলো অনলাইনে দেখা যাবে ডাকবাংলা.কম-এর ফেসবুক পেজ-এ।
বইমেলা ফুরিয়ে গেল তো কী, বই নিয়ে আড্ডা-উন্মাদনা-আলোচনায় আরও কয়েকটা দিন কাটানোর সুযোগ আমাদের হাতে চলে এল আবারও!
বিস্তারিত খবর পাবেন এই লিঙ্কে: http://www.kolkatalitmeet.in/