আমাদের সবার মধ্যেই আছেন কিছুটা সত্যজিৎ।
নরম সাদা কাশবনের মধ্যে দিয়ে
চিন্তার রেলগাড়ি কতবার পেরিয়েছে আমাদের মনের নিসর্গ
নিজেদের ওই ‘অপু’ নামে শৈশবটার সঙ্গেও আচমকা দেখা হয়ে গেছে কতবার
মনে পড়েছে আমাদের এককালের একান্ত পবিত্রতার কথা
আর দুর্গার জন্য শোক করতে গিয়ে, নিজেদের অপূর্ণ কামনার জন্যই কি কাঁদিনি?
আমাদের সবার মধ্যে আছেন কিছুটা সত্যজিৎ।
বুদ্ধির উচ্ছ্বাস শেষ অবধি পৌঁছয় আবেগের তোলপাড়ে
কত বাড়ির কত চারুলতার আসল গল্প এ-ই
অমল যে সাহিত্যের আগুন নিয়ে আসে, সেই তীব্র দহন আমরা টের পাই মজ্জার ভিতরে
আর ‘ভূপতি’ নামের নীতিনিষ্ঠা বারেবারে উপেক্ষা করে যায় কাব্যিক হৃদয়ের অস্তিত্ব।
আমাদের সবার মধ্যে আছেন কিছুটা সত্যজিৎ।
বেকার স্বামীর গ্লানির রং চাকুরে স্ত্রীর লিপস্টিকের চেয়েও গাঢ়।
প্রতিটি সফল শ্যামলেন্দু আসলে ব্যর্থতায় সফল, কারণ সে চরম নীচে নামতে রাজি উঁচুতে ওঠার লোভে।
আর মহানায়কের লোভনীয় জীবন, সৎ বন্ধুর সম্পদ থেকে বঞ্চিত।
আমাদের সবার মধ্যে আছেন কিছুটা সত্যজিৎ।
গত একশো বছর ধরে
আমাদের সবার মধ্যে আছেন কিছুটা সত্যজিৎ।
There’s a little bit of Ray in all of us.
Cutting through the tender white kash bon,
a train of thoughts has often crossed the landscape of our minds.
Those chance meetings with a childhood called Apu, every so often,
remind us of our once earnest innocence.
And when mourning for Durga, haven’t we grieved over our own unfulfilled longings?
There’s a little bit of Ray in all of us.
That the ecstasy of intellect eventually leads to an emotional turmoil,
That is a reality of countless Charulatas in numerous homes.
The literary fire that Amal brings along, the burns of that intensity are familiar to our bones deep down inside.
And the righteousness called Bhupati has repeatedly overlooked the presence of a lyrical heart.
There’s a little bit of Ray in all of us.
The colour of insecurities of a jobless husband is darker than the lipstick of a working wife.
Every successful Shyamalendu is a successful failure for he stoops to a dissolute low to rise.
The alluring life of a matinee idol, time and again, lacks the prosperity of an honest friend.
There’s a little bit of Ray in all of us.
For last 100 years,
there’s a little bit of Ray in all of us.