

বিশ্ব ও বোমা
“এত বছরে পরমাণু বোমার ব্যবহার হয়নি ঠিকই, তবে বেশিরভাগ দেশের যুদ্ধের ভাণ্ডারে তা মজুত করে রাখা আছে। ‘জোর যার মুলুক তার’ মতাদর্শ খাটাতে, অপর দেশকে ভয় দেখাতে পারমাণবিক বোমার জুড়ি মেলা ভার। একথা কেন বলছি, তার উত্তর পাওয়া যাবে ‘কোল্ড ওয়ার’-এর দিকে তাকালেই।” বিশেষ সংখ্যা ‘বোমা’…