তারিক সুজাত কবি, সাংবাদিক। এ ছাড়া বাংলাদেশে তিনি জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ‘প্রতিবিম্ব ভেঙে যাও’, ‘আকাশপুরাণ’, ‘সবুজে ধুয়েছি পা’ ইত্যাদি। কবিকৃতির জন্য পেয়েছেন প্রথম আলো পুরস্কার (২০১৭) এবং কৃত্তিবাস পুরস্কার (২০০৬)। বর্তমানে তিনি দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির পরিচালনার সঙ্গে যুক্ত।