সুভাষ দে কলকাতা ব্লাইন্ড স্কুল থেকে মাধ্যমিক পাশ করে পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ১৯৯৬ সালে শুভাশিস গঙ্গোপাধ্যায়ের হাত ধরে থিয়েটারে প্রবেশ। ‘শ্যামবাজার অন্যদেশ’ নাট্যদলের সঙ্গে যুক্ত। ব্লাইন্ড থিয়েটার নিয়ে নানান কাজ করে চলেছেন আজও। তাঁর রচিত নাটক ‘জননীর দেশ’, ‘মণিশূন্য খোঁজ’, ‘অলীক দৃষ্টি’ ইত্যাদি। নেশা : ট্রেকিং। এছাড়া কাজ করেছেন বহু টেলিফিল্ম এবং তথ্যচিত্রে।