সৌম্যেন্দু রায় চিত্রগ্রাহক; বর্তমানে রূপকলা কেন্দ্রের চিত্রগ্রহণ বিভাগে উপদেষ্টা। সত্যজিৎ রায়ের সঙ্গে একুশটা পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে 'তিন কন্যা', অপু ট্রিলজি, 'অরণ্যের দিনরাত্রি', 'অশনি সংকেত'। এছাড়া কাজ করেছেন 'রবীন্দ্রনাথ' তথ্যচিত্রে এবং তপন সিংহ, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত এবং এম.এস. সাথ্যু প্রমুখ পরিচালকদের সঙ্গে।