পার্থপ্রতিম মৈত্র একজন কবি-চলচ্চিত্রকার-প্রাবন্ধিক-সংযোগকর্মী। আদতে তিনি ভাবেন যে তিনি একজন তদ্গত শিল্পী। ঝুলিতে কোনও পুরষ্কার নেই। প্রকাশক এবং প্রযোজক কোনওটাই জোটে না ব’লে, সঙ্গীরাই ভরসা। তিনি বিশ্বাস করেন এই জীবন, এই শিল্প, এই আত্মনিবেদন না হলেও কোনও ক্ষতি ছিল না। শিল্প অন্য কারও জীবন প্রকৃত ঋদ্ধ করে না। যে কোনও সীমান্ত মানতে এবং ভাঙতে তিনি সমান অপারগ। রাষ্ট্রের সঙ্গে তাঁর খাদক-খাদ্য সম্পর্ক। তিনি রাষ্ট্রবিরোধী, তাই তিনি রাষ্ট্রহীন। শ্রীমান প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্র রিপাবলিক থেকে নির্বাসন দিতে চেয়েছিলেন কবিদের। সব রাষ্ট্র এমনই চায়, তিনি জানেন।