মোশাররফ আলি ফারুকি একজন পাকিস্তানি-কানাডিয়ান লেখক, অনুবাদক এবং গল্পকার। ২০১২ সালে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের জন্য বাছাই করা পাঁচজন লেখকের মধ্যে ফারুকি ছিলেন অন্যতম। তিনি ২০১২ ‘কিতাব’ সালে প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন, অনলাইন উর্দু অভিধান চালু করেন এবং২০১৬ সালে ‘স্টোরিকিট’ প্রোগ্রামটি ডিজাইন করেন।যশোধরা চক্রবর্তী একজন লেখক এবং অনুবাদক যিনি ২০১৩ সালে ‘দ্য ওয়ার্ডকিপারস এবং স্কাইসারপেন্টস’ নামে দুটি তরুণ-প্রাপ্তবয়স্ক উপন্যাস প্রকাশ করেছিলেন। যশোধরা বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম, স্ক্রোলস্ট্যাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ ইংরেজিতে অনুবাদের কাজ করছেন। দারাজগোশ জিন তার ইংরেজি থেকে বাংলায় প্রথম অনুবাদ।