কলকাতা কোলাজ: জুন ২০২২
শুরু হল কলকাতা কোলাজ। প্রতি মাসে, শিল্প সম্পর্কিত নানা খবর নিয়ে এই কলাম থাকবে ডাকবাংলার পাতায়। কলকাতা ছাড়াও অন্যান্য জায়গার শিল্প-সমাচারও জায়গা করে নেবে এই পাতায়। জুন মাসে থাকছে প্রখ্যাত ভাস্কর মীরা মুখার্জি-র জন্ম শতবর্ষ উদযাপনে অরুণ গাঙ্গুলি-র অসামান্য ফটোগ্রাফি সংগ্রহ; গ্যাব্রিয়েল ব্যাসিলিকোর ইটালির ছবি; থাকছে ২০২২-এ গণেশ হালুই-এর মননে, তাঁর শব্দ-অন্বেষণে ‘স্ক্রোলস’, এবং স্বাধীন ভারতে প্রতিষ্ঠিতদের ও নবাগতদের কাজ নিয়ে দুটি প্রদর্শনী।