কলকাতা কোলাজ: অগাস্ট ২০২২
বৃষ্টিস্নাত অগাস্টে কলকাতায় দেখানো হচ্ছে অসামান্য, পরিচিত শৈলীতে কণিষ্ক রাজার শিল্প-সংগ্রহ। একই সঙ্গে, উঠে আসা কিছু শিল্পীদের মধ্যে অন্যতম একদল তরুণ তাঁদের নিজস্ব ভাষায় তুলে ধরছেন এই সময়ের প্রতিফলন, ক্যানভাসে কথা বলছে তাঁদের দৃষ্টিভঙ্গী।