বিনোদবিহারী মুখোপাধ্যায় একজন প্রখ্যাত ভারতীয় চিত্রকর। দীর্ঘদিন শান্তিনিকেতনের কলাভবনে শিক্ষকতা করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁর ‘চিত্রকর’ গ্রন্থটির জন্য তাঁকে ১৯৮০ সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করে। তাঁর জীবন, কাজ আর অন্ধত্বকে জয় করে বাঁচা নিয়ে সত্যজিৎ রায় ‘দ্য ইনার আই’ নামক তথ্যচিত্রটি নির্মাণ করেন।