অ্যান্টনির ভাল নাম অনন্ত নন্দী। সে অত্যন্ত সাধারণ এক যুবক। চাকরিও বিরাট কিছু করে না। কোনও সুপার পাওয়ার নেই, উড়তে পারে না। চেহারাও এমন, জোরে হাওয়া দিলেই গলা ব্যথা আর জ্বর এসে যেতে পারে। হালকা অভিমানী। জীবনে যত দুঃখ পেয়েছে, সব তার নোটবুকে লিখে রাখে। এই নোটবুক স্কুলজীবন থেকে চলছে এবং দিন-দিন মোটা হয়ে অভিমানে ফুলে উঠছে।
ডাকবাংলা.কম-এর পাঠকরা এর মধ্যেই অ্যান্টনির সঙ্গে পরিচিত হয়ে উঠেছেন। গতবারের অ্যাডভেঞ্চারের সাক্ষী আপনারা। দেখেছেন তার প্রেম-রাগ-মনকেমন, সবই। সেই অ্যান্টনিই এবারে বেঙ্গালুরু থেকে কলকাতায়। স্থান পরিবর্তন হলেও মনের অবস্থান কি খুব বেশি বদলেছে তার? দেখা যাক!
ছবি : শুভম ভট্টাচার্য্য