অনুষ্ঠিত হয়ে গেল ‘মুদ্রাগ্রাফি’র চতুর্থ বর্ষ। কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল তিথি দাস এবং ড্রপ্স প্লে আয়োজিত মুদ্রাগ্রাফি সিজন ৪। চতুর্থ বর্ষে পা দিল ‘মুদ্রাগ্রাফি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য ব্যক্তিত্ব। ছিলেন পরিচালক দেয়ালী মুখার্জি, শ্রীরাম রাজা, ছিলেন স্বনামধন্য ওড়িশি নৃত্যশিল্পী পৌষালী মুখার্জি, শিক্ষাবিদ ভাস্কর মুখার্জি, নৃত্যশিল্পী শিমা দেবনাথ এবং সাংবাদিক অংশুমিত্রা মুস্তাফি। ওড়িশি নৃত্যশিল্পী তিথি দাস মুদ্রাগ্রাফি নৃত্যধারার পরিকল্পনা গড়ে তুলেছেন। অদ্ভুতভাবে হাতের মুদ্রা ব্যবহার করে নৃত্য পরিবেশনা করাই হল মুদ্রাগ্রাফি। কোনও নৃত্য পরিবেশনা করার আগে তার কোরিওগ্রাফি করা হয়; ঠিক তেমনই মুদ্রা ব্যবহার করে ভাবনার এবং অভিনবত্বের প্রকাশ করাই হল নতুন এই অভিনব নৃত্য পরিবেশনার উদ্দেশ্য। আজকাল ডট ইন-কে তিথি জানান, ‘অভিনয় দর্পণ অনুসারে, আমাদের ৫১টি মুদ্রা আছে। প্রতিটির আলাদা বৈশিষ্ট্য আছে। আমি প্রাথমিক ৫১টি মুদ্রা দিয়ে শুরু করেছিলাম। নতুনত্ব আনার জন্য ৫১ টি মুদ্রার বিভিন্নভাবে সংযোজন করি।’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত তিথি জানান যে তিনি আগামী ১০ বছরে মুদ্রাগ্রাফিকে সারা বিশ্বের দরবারে নিয়ে যেতে চান।