তলিয়ে দেখলেই দেখা যাবে যে আমাদের জীবন আদতে আমাদের স্মৃতিগুচ্ছর সংকলন। কিছু স্মৃতি সহজ-সরল, কিছু সুখের; কিছু আবার হৃদয়ের তন্ত্রীতে বিষণ্ণ ধ্বনির জন্ম দেয়। কবির সেসব স্মৃতিচারণের সাক্ষী থেকেছে ডাকবাংলা.কম। পাঠকের প্রিয় শ্রীজাত’র সেই কলাম ‘হিয়া টুপটাপ জিয়া নস্টাল’-এর নির্বাচিত দ্বিতীয় সংকলন ছাপার অক্ষরে প্রকাশিত হল ২০২৪-এর বইমেলায়।
শ্রীজাত বইটি উৎসর্গ করেছেন ‘যে-সময়ের সঙ্গে আর দেখা হবে না, তাকে’; বলেছেন ‘এ-লেখা লিখছি নেহাত কম দিন হলো না। ডাকবাংলা-র এই পরিসর আমাকে অনাবিল এক সুযোগ করে দিয়েছে, নিজের ফেলে-আসা সময়ের কথা লেখার। তাই যখনই ‘হিয়া টুপটাপ, জিয়া নস্টাল’-এর কিস্তি লিখতে বসি, এক ধরনের সময়-সফর হতে থাকে আমার। কেননা লেখাই আমার কাছে সেই সুড়ঙ্গ, যার মধ্য দিয়ে অতীতে পৌঁছনো যায় সহজেই। কত কত ছোটখাটো বিষয় আর মুহূর্ত, পেরনোর সময় যাদের খেয়ালও করিনি প্রায়, আজ দেখি তারাই স্মৃতির প্রেক্ষাগৃহে প্রথম সারিতে বসে আছে। কাউকে এক বারেই চিনতে পারি, কারও সঙ্গে যেচে আলাপ করে নিতে হয়। নিজেরই নানা অংশ জুড়ে নিজেকে তৈরি করতে থাকি আবার, এই লেখার মধ্য দিয়ে।
এই লেখার কয়েকটি কিস্তি জুড়ে এর আগেও একবার একখানা বই বেরিয়েছিল, এবার তারই পরবর্তী প্রকাশ ঘটাচ্ছে আজকাল প্রকাশনা। তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা থাকল। আর ভালবাসা রইল বন্ধু ও সম্পাদক সঞ্চারী’র কাছে, যার মিঠে গলার কড়া তাগাদা ছাড়া এ-লেখা সম্ভবই হতো না। বাকি থাকল পাঠকের এজলাসে এ-লেখার পরীক্ষা, তার জন্য অপেক্ষা থাকবে আমার।’
আজকাল প্রকাশন থেকে মুদ্রিত ‘হিয়া টুপটাপ, জিয়া নস্টাল’ ২ সংগ্রহ করুন আন্তর্জাতিক কলকাতা বইমেলা-র ২৩১ নম্বর স্টল থেকে।