রতি
না-লেখা কবিতা তুমি, প্রিয় আর
অতিগোপনীয়
স্নানের সময় কাটা দরজার নীচ দিয়ে একবার শুধু
পা দুটো দেখেছি আর বাকি দেহ কল্পনা গড়েছে
নিসর্গ
মাথার ওপরে এক চাঁদ জেগে থাকে।
মাথার ভেতরে চাঁদ স্থির।
মাথার ওপরে চাঁদ বলে, যেদিকে দু’চোখ খুশি যাও।
মাথার ভেতরে চাঁদ তোমার ভেতরে স্থির।
মাথার ওপরে চাঁদ খোলাচুলে বৃষ্টি ভেজে।
অপূর্ব রোম্যান্টিক।
মাথার ভেতরে চাঁদ খুনি।
ভিক্ষা
তোমার চুলের মাঝে রুপোর ঝিলিক দেখে বুঝি
আমারও বয়স হল কিছু
মানতে চাই না আমি আজও।
তোমার ভ্রমরচুলে শ্বাস নিতে নিতে ভাবি
আজ
শ্বাসরোধ সুখকর। আহা!
স্বীকার করছি তুমি ভালোবাসবার মতো
কষ্টকর, দূরতর, তাও
ভিখিরির মতো হীন, ভিক্ষা প্রত্যাখ্যান করে
সদর্পে দাঁড়াই
বিজয়া
তোমাকে বিসর্জন দিয়ে
মুগ্ধ বালকের মতো তোমার মুন্ডু তুলে আনি
এই ভালোবাসা।
রোদন
তোমার অরণ্যে শান্ত নিশ্চুপে ঘ্রাণ নেবে
এইটুকু সম্মতি চেয়েছিল
আমার জীর্ণ ডালপালা