কবিতার আড্ডাঘর: পর্ব ১৪
শ্রীজাত (May 14, 2022)
‘বাইরে তখন বৃষ্টিসড়ক চুঁয়ে জল চলে গেছে গতজন্মের পার... মনখারাপেরা উড়ে যাক এক ফুঁয়ে- সন্ধে হলে তো বন্ধুকে দরকার।’ বর্ষা এমন একটা কাল, যা ঘাড়ে ধরে কবিতা লিখিয়ে নেয়। মনে এমন বৃষ্টির জল জমে, তাতে কবিতার নৌকা না ভাসালে মহাপাপ হয়। মেঘদূতের চর্চা।
পূর্ববর্তী লেখা পরবর্তী লেখা