

সাক্ষাৎকার: প্রদীপ মুখোপাধ্যায়
গ্রুপ থিয়েটার থেকে সরাসরি সিনেমায়। তাও আবার প্রথমেই সত্যজিৎ রায়ের ছবির নায়ক। সঙ্গে উৎপল দত্ত, রবি ঘোষের মতো খ্যাতনামা সমস্ত অভিনেতা। কেমন ছিল সত্যজিতের শুটিং-অভিজ্ঞতা? সেইসব কথাই এই সাক্ষাৎকারে জানালেন ‘জন-অরণ্য’ ছবির নায়ক প্রদীপ মুখোপাধ্যায়।