অমল চক্রবর্তী (চিত্রশিল্পী)
যে-বছর স্বাধীনতা এল, তখন আমি ছোট থাকার কারণে দিনটার তাৎপর্য ভাল করে বুঝে উঠতে পারিনি। তবে মনে আছে, চারদিকে এত তেরঙা পতাকা উড়ছিল, খুব আনন্দ পেয়েছিলাম। বাড়িতেও সবাই ছাদে উঠে পতাকা উড়িয়েছিল। একটা আনন্দের পরিবেশ যেন ঘিরে ধরেছিল আমাদের। সকাল হতে-না-হতেই রাস্তায় প্রচুর লোক বেরিয়ে পড়ে সেইদিন। সবাই সবাইকে জড়িয়ে ধরছিল। একটু বেলা করে, আমি আর আমার এক বন্ধু কলুটোলায় নাখোদা মসজিদের কাছে যাই। তখন আমাদের বাড়ি ছিল জোড়াবাগানে। ফলে ওই রাস্তা ধরে আমরা এদিক-ওদিক ঘুরে বেড়িয়েছিলাম। তখন তো আর কার্টুনও আঁকি না! তবে অবাক করা ঘটনা যেটা, মুসলমান মানুষজন কিন্তু আমাদের মিষ্টি খাইয়ে জড়িয়ে ধরেছিল। গোলাপজল ছিটিয়ে আনন্দ প্রকাশ করেছিল। এটা যে ঘটতে পারে, সেইদিন আমরা কল্পনাও করিনি।
সুমন্ত বন্দ্যোপাধ্যায় (লেখক, গবেষক, অধ্যাপক)
১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে, আমাদের বাড়ির বড় যাঁরা ছিলেন, বাবা-কাকারা, তাঁরা ছাদে গিয়ে জাতীয় পতাকা তুলেছিলেন মনে আছে। আমার তখন কতই বা বয়স! ওই ১১/১২ হবে। আর আমারই মতন যারা ছোট ছিল, সবাই মিলে অনেক তেরঙা কার্ড বানিয়ে একটা বড় মালা তৈরি করেছিলাম ওইদিন। সেই মালাটা ছাদের রেলিং থেকে নীচে ঝুলিয়ে দেওয়া হয়। পরের দিন, ১৫ আগস্ট একটা মজার ঘটনা ঘটেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে নীচে তাকিয়ে দেখি— আমাদের পাড়ার যিনি টহলদারি চৌকিদার ছিলেন, হুকুম সিং— তিনি হাতে খৈনি ডলতে-ডলতে মহানন্দে চিৎকার করছেন, ‘আংরেজ চলা গ্যয়া, কাংরেজ আ গ্যয়া!’ এত বছর কেটে যাওয়ার পরেও, স্বাধীনতার দিন নিয়ে ভাবতে বসলে, হুকুম সিং-এর এই কথাটাই বার বার মনে পড়ে যায়।
অনন্ত মহাপাত্র (নাট্যকার, চলচ্চিত্র পরিচালক)
১৯৪৭ সালের ১৫ আগস্ট, সকাল আটটার সময়ে, আমি ইস্কুলে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তখন আমার ১১ বছর বয়স; কটকে র্যাভেনশ কলেজিয়েট স্কুলের ছাত্র। মনে আছে, আমরা সকলে বাড়ি ফিরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাষণ শুনেছিলাম আকাশবাণী রেডিওতে।
২০২২ সালের ১৫ আগস্ট আমি সকাল সাতটায় আমাদের ভুবনেশ্বরের বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করব, এটাই ঠিক করেছি। তারপর, আটটার সময়ে গ্রাম বিকাশের (ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপজাতি-অধ্যুষিত জেলার উন্নয়নের উদ্দেশ্যে তৈরি বেসরকারি সংস্থা) হেড অফিসে পতাকা উত্তোলন হবে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে, দিল্লির লাল কেল্লায় ভারতের ১৪তম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতীয় পতাকা উত্তোলন দেখব দূরদর্শনে, তা-ও স্থির করেছি।