১. এক সময় ভারত অলিম্পিক্সের হকি খেলায় রাজত্ব করেছে। ইতিহাসে পাঁচজন কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় আছেন, যাঁরা পর পর তিনটে অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছেন। তিনজনের নাম করুন।
২. দুজন ভারতীয় নারী ১৯৫২ সালের হেলসিংকি অলিম্পিক্সের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। কারা?
৩. কোন ভারতীয় ফুটবলার অলিম্পিক্স ফুটবলের ইতিহাসে প্রথম এশীয়, যিনি হ্যাটট্রিক করেছিলেন? ১৯৫৬ সালের মেলবোর্নের অলিম্পিক্সের সেই খেলায় ভারত অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারায়।
৪. তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি খেলোয়াড়। দুটি স্বর্ণপদক জিতেছেন অলিম্পিক্সে। দেশের তরফে তাঁকে সম্মাননা বা পুরস্কার দিতে একাধিক সরকার নারাজ হয়। তিনি গ্র্যাজুয়েট, কিন্তু তাঁকে কম মাইনের সরকারি কাজ করে, অতি দারিদ্রে জীবন কাটাতে হয়। তিনি কে?
৫. ঠিক ১০০ বছর আগে, ১৯২০ সালে, ভারত প্রথম একটা দল হিসেবে অলিম্পিক্সে যোগ দেয়। কোন কিংবদন্তি উদ্যোগপতির দৌলতে তা সম্ভব হয়েছিল?
৬. এই খেলায়, স্বর্ণপদক পেয়েছিলেন চিন-এর লিন ওয়েনিং, রুপো পেয়েছিলেন হাঙ্গেরির এরজেবেট মার্কুস। কে ব্রোঞ্জ পেয়েছিলেন? কোন ইভেন্টের কথা বলা হচ্ছে? কোন অলিম্পিক্স?
৭. এঁদের যোগসূত্রটা কী: রিচি রেনেবার্গ, নিকোলাস পেরেরা, টমাস এনকুইস্ট, রেনজো ফারলান এবং ফার্নান্দো মেলিগেনি।